নিজস্ব সংবাদদাতা : ২৫শে অক্টোবর শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায় কালীপুজো উপলক্ষে নরনারায়ণ সেবা। পুজো মিটলে প্রতিবছর বিরাট নরনারায়ণ সেবার আয়োজন হয় থানা চত্বরে। চন্দ্রকোনা থানার তরফে খবর, প্রায় ৮০০০ মানুষ থানা চত্বরে নরনারায়ণ সেবায় ভিড় জমায়। স্থানীয় সহ আশপাশের বহু মানুষ হাজির হন চন্দ্রকোনা থানা চত্বরে। চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় নিজের হাতে সকলকে খাবার পরিবেশন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। আগত মানুষদের প্যান্ডেলের ভিতরে চেয়ারে বসিয়ে যত্ন সহকারে পেট ভরে খাওয়ানো হয়।