নিজস্ব সংবাদদাতা : গত কিছু দিন ধরে ঘন কুয়াশায় ভোরে ঢাকা ছিল রাজ্যের প্রায় সব জেলা জেলা। সোমবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার বওড়া থানা এলাকায় বাসের চালক রাস্তা দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিকের খুঁটি এবং ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে।

১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেপূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর এদিন সকালে চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি।তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।