পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডে নির্মিত নেতাজি মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা–৩ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডের বিডিও অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল।

প্রথমদিকে বাজারটি ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আশার আলো দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি অনেকটাই বদলে গেছে। বর্তমানে এই মার্কেট কমপ্লেক্সের একাধিক দোকান দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দিনের পর দিন সেখানে গড়ে উঠছে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ। মার্কেট চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে ফাঁকা মদের বোতল, প্লাস্টিকের গ্লাস সহ বিভিন্ন অসামাজিক ব্যবহারের জিনিসপত্র। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।

এতে করে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনই নিরাপত্তাহীনতায় ভুগছেন আশে পাশের দোকানদার ও সাধারণ মানুষ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই বিষয়টি নিয়ে তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দিনের পর দিন একই পরিস্থিতি চলতে থাকায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত বাজার চত্বরে নজরদারি বাড়ানো,বন্ধ দোকানগুলির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।