Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতা!

1 min read

চন্দ্রকোনা সুমন পাত্র : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের সদ্য সদ্য দায়িত্ব নিয়েছেন তপনবাবু। আর তারপরেই চন্দ্রকোনা রোড কেঁপে উঠছে। এদিন তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোডে স্কুটি চুরি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ।সুনির্দিষ্ট তথ্যের পরিপ্রেক্ষিতে এদিন শুকদেব বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে হানা দেয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ সেখানে তার বাড়িতে স্কুটি থেকে শুরু করে অভিযোগ করা সকল তথ্য মিলে যায় তারপরেই পুলিশের তরফে আটক করা হয় তাকে তখন পুলিশকে আটক করতে বাধা দেয় সুকদেব বিশ্বাসের মা পুলিশের তরফে তাকেও আটক করা হয় বলে খবর।

স্থানীয় সূত্রে খবর গতমঙ্গলবার ২৫শে নভেম্বর রাত্রে একজন ব্যক্তি স্কুটি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। স্থানীয়দের তরফে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জেরা করে সুকদেব বিশ্বাসের নাম জানতে পারে। এতে মনে করা হচ্ছে একটি বিশেষ চক্র কাজ করছিল এই ঘটনায়। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেও বেশ কিছু ঘটনায় পুলিশের অনড় কড়া মনোভাব প্রকাশ্যে এসেছিল। এর ফলে চন্দ্রকোনা রোডে প্রচুর বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

Latest