Skip to content

ভোট বয়কটের পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত!

নিজস্ব সংবাদদাতা : ভোট আসে ভোট যায়, রাস্তা আর ঠিক হলো না।  এমনি একটা দৃশ্য দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত বেটাগ্রামে। এই গ্রামে প্রায় ২০০ টি পরিবারের মানুষজন বসবাস করেন । গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচা মাটির রাস্তার পরিবর্তন হোক,রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। এটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত বেটাগ্রাম ২০১ বুথের। বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি । গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি, কোন পরিবর্তন হয়নি, একটু বৃষ্টিতেই, গ্রামের প্রায় ২০০ টি পরিবারের মানুষজন যাতায়াতের চরম সমস্যায় পড়ে, রাস্তা কাদায় পরিণত হয়। আর সেই রাস্তা মেরামতের জন্য প্রশাসনে নজর কাড়তে, গ্রামে বিভিন্ন এলাকায় দেওয়া হল পোস্টার। পোস্টারে লেখা, “এটি একটি অরাজনৈতিক পোস্ট, বেটা গ্রামের পাত্র পাড়া থেকে বিশ্বাস পাড়া সরকারপুকুরপাড় পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তা না হলে ভোট বয়কট।”

Latest