নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগর পলাশচাপড়ি রাজ্য সড়কের পাশে বাবুরপুকুরে রয়েছে একটি প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমে। আর শ্রীনগর বাসস্ট্যান্ড থেকে এক কিমি দূরে। এটি হলদিয়া চৈতন্যপুর এর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন দ্বারা পরিচালিত। বাবুরপুকুর সেবাশ্রমটি গড়ে তোলেন অম্বরিশানন্দ মহারাজ।
যিনি সেবামূলক কাজে এক নিবেদিত প্রাণ। তিনি বগছড়ি শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক। বাবুর পুকুর বিবেকানন্দ সেবাশ্রমের চক্ষু চিকিৎসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চন্দ্রকোনা -১ ব্লকের বহু মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। শুধু চন্দ্রকোনা থানা নয় , দূর দূরান্ত থেকেও অনেক রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে চক্ষু চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশনের সবরকম সহযোগিতা করা হয়। ছানি অপারেশনের জন্য হলদিয়া চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনে এখান থেকে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সদস্য শিক্ষক ভবানীপ্রসাদ দাস জানান, বর্তমানে পরিকল্পিত জাতীয় সড়ক এই সেবা প্রতিষ্ঠানের উপর দিয়ে যাচ্ছে। এলাকার মানুষ চান এই চিকিৎসা কেন্দ্রটি এখানে থাকুক। চিকিৎসা পরিষেবা নিয়ে মানুষ এখানে সন্তুষ্ট। আসুন আমরা এই চিকিৎসা কেন্দ্রটির পাশে দাঁড়ায়। অম্বরিশানন্দ মহারাজ জানান প্রতিষ্ঠানটি অবশ্যই নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে যাবে। এই প্রতিষ্ঠান সর্বদা মানুষের কাছে আছে এবং থাকবে। প্রতিষ্ঠান থেকে বাঁচিয়ে রাখতে আমরা সর্বদা আপ্রাণ চেষ্টা করব। এখানেই বিকল্প স্থানে নতুন করে আবার প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে।