নিজস্ব সংবাদদাতা : শনিবার ৬ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সারদাময়ী হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী তথা ৮০তম বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবির আয়োজন করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা নিতে সকাল থেকেই স্থানীয় সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, গরবেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য এবং বিদ্যালয়ের সভাপতি রামচন্দ্র পাল। শিবিরে রক্তচাপ, রক্তে শর্করা, সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য-পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
চিকিৎসকদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।