Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে গভীর রাতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে মশাল মিছিল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১০ই জানুয়ারী শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায়। ১০ই জানুয়ারী শনিবার পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।প্রত্যক্ষদর্শী ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় চন্দ্রকোনা রোডের উপর দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় তৃণমূল কর্মী ও সমর্থকেরা জমায়েত হয়ে কনভয়টি ঘিরে ধরে।

অভিযোগ, সেই সময় আচমকাই কনভয়ের উপর হামলা চালানো হয় এবং শুভেন্দু অধিকারীর দু’টি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতেই চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে গিয়ে অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাঁড়ির ইনচার্জের ঘরের মধ্যে তিনি বসে পড়েন এবং স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়ি চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

দীর্ঘ সময় ধরে শুভেন্দু অধিকারী সেখানে অবস্থান করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই অবস্থান বিক্ষোভে বিজেপির বহু কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালীন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণে বলেন,“সকলের সামনেই এই ঘটনা ঘটেছে। আজ এই রাজ্যে কোনও মহিলা নিরাপদ নয়। আজ একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর প্রকাশ্যে হামলা করা হলো। বাংলায় জঙ্গলরাজ চলছে।

পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের দু’টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।”তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতে শাসকদল হিংসার পথ বেছে নিচ্ছে এবং পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দীর্ঘ ছয় ঘণ্টার অবস্থান বিক্ষোভের পর রাত প্রায় ১টা ৪০ মিনিটে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে একটি প্রতিবাদ মশাল মিছিল করেন। তারী সঙ্গে শাসকদলের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়।ঘটনাকে কেন্দ্র করে এখনও চন্দ্রকোনা রোড ও সংলগ্ন এলাকায় উত্তেজনা রয়েছে।

Latest