Skip to content

চুয়াডাঙ্গা হাইস্কুলের এন সি সি ইউনিটের উদ্যোগে পরিবেশ দিবস পালন!

নিজস্ব সংবাদদাতা: ৪৫ বেঙ্গল, বি এন, এন সি সি -র অন্তর্গত, মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের এন সি সি ইউনিটের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে বিদ্যালয় সংলগ্ন মাঠে চারাগাছ রোপন এবং শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা,এন সিসি'র দুই আধাকারিক হাবিলদার উম বাহাদুর পাড়ে মোগর,হাবিলদার দোল বাহাদুর শ্রেষ্টা ,এনসিসি'র দায়িত্ব প্রাপ্ত শিক্ষক অলকেশ মাইতি, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক সঞ্জয় সখা চাবরি প্রমুখ।

Latest