নিজস্ব সংবাদদাতা : সি পি আই এম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ষষ্ঠ সভা থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও রাজ্য কমিটির সদস্য পরেশ পাল এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৩ জনের সম্পাদকমণ্ডলী গঠিত হয়। মেদিনীপুর শহরের মীরবাজারের কৃষক ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় পাল, তাপস সিনহা, গীতা হাঁসদা, অশোক সাঁতরা,কমরেড সমর মুখার্জী,মেঘনাদ ভূঁইয়া, গোপাল প্রামানিক, কমরেড কমল পলমল, উত্তম মন্ডল, সৌগত পন্ডা, সুকুমার আচার্য, প্রাণকৃষ্ণ মণ্ডল, সবুজ ঘোড়াই । উল্লেখ্য এঁরা সকলেই বিগত জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। পাশাপাশি উল্লেখ্য এঁদের প্রায় সকলেই বাম ছাত্রযুব আন্দোলন থেকে উঠে এসেছেন।