Skip to content

বস্তি ও পৌর এলাকার দলীয় কাজ নিয়ে সিপিআইএম এর কর্মশালা!

 নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের মীরবাজারে অবস্থিত সুকুমার সেনগুপ্ত শিক্ষা কেন্দ্রে সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি বস্তি ও শহরাঞ্চলে দলীয় কাজের উপর একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন দেবাশিস চক্রবর্তী। কমল ঘোষ প্রতিবেদন উপস্থাপন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন অশোক সাঁতরা। আলোচনায় দলের ৯টি অঞ্চল কমিটির প্রতিনিধি, একজন পৌর কাউন্সিলর এবং বস্তি সংগ্রাম কমিটির একজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দলের জেলা সম্পাদক বিজয় পাল একটি পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন।

Latest