নিজস্ব সংবাদদাতা : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পশ্চিম মেদিনীপুর জেলার কমরেড নেতা দীপক সরকার ১৩ অক্টোবর সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতিতে এক নক্ষত্রের পতন ঘটেছে, সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক, রাজ্য রাজনীতির অন্যতম বর্ণিল চরিত্র অধ্যাপক দীপক সরকার।প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাসভবনে রাত সোমবার রাত ১১ টায় প্রয়াত হলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৬৬-তে প্রথম পার্টির সদস্যপদ পান৷ ১৯৬৮-তে সিপিএমের রাজ্য সম্মেলনে প্রথম প্রতিনিধি হয়েছিলেন৷ ১৯৭১ থেকে তিনি অবিভক্ত মেদিনীপুরে তিনি দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য৷ দলের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য ১৯৮৪-তে অধ্যাপনা ছাড়েন৷ ১৯৮৫ থেকেই তিনি রাজ্য কমিটির সদস্য৷ ১৯৯৩-এ মেদিনীপুরের জেলা সম্পাদক হন৷মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন ও বিদ্যাসাগর ইনস্টিটিউট-ও গড়ে উঠেছিল তাঁর প্রচেষ্টায়। পার্টির কাজ ছাড়াও লেখাপড়া অনেক সময় কাটাতেন তিনি।