Skip to content

পশ্চিম মেদিনীপুরের এক সময়ের 'দোর্দণ্ডপ্রতাপ' সিপিএম নেতা দীপক সরকার প্রয়াত হয়েছেন!

নিজস্ব সংবাদদাতা : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পশ্চিম মেদিনীপুর জেলার কমরেড নেতা দীপক সরকার ১৩ অক্টোবর সোমবার রাত ১১ টায় মারা গেছেন। অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতিতে এক নক্ষত্রের পতন ঘটেছে, সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক, রাজ্য রাজনীতির অন্যতম বর্ণিল চরিত্র অধ্যাপক দীপক সরকার।

১৯৬৬-তে প্রথম পার্টির সদস্যপদ পান৷ ১৯৬৮-তে সিপিএমের রাজ্য সম্মেলনে প্রথম প্রতিনিধি হয়েছিলেন৷ ১৯৭১ থেকে তিনি অবিভক্ত মেদিনীপুরে তিনি দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য৷ দলের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য ১৯৮৪-তে অধ্যাপনা ছাড়েন৷ ১৯৮৫ থেকেই তিনি রাজ্য কমিটির সদস্য৷ ১৯৯৩-এ মেদিনীপুরের জেলা সম্পাদক হন৷ পার্টির কাজ ছাড়াও লেখাপড়া অনেক সময় কাটাতেন তিনি।

Latest