Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতনে সোমবার সকাল নাগাদ আকাশ থেকে কী একটা পড়ল পুকুরে,চাঞ্চল্য এলাকায়!

নিজস্ব সংবাদদাতা : সোমবার ২৮শে এপ্রিল সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে উচুডিহা গ্রামের এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতনে উচুডিহা গ্রামের বাসিন্দারা বাড়ির পুকুরে হঠাৎই আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়তে শোনে । বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যার আওয়াজ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনে গিয়েছে। শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গ্রামের মানুষজন। বারুদের গন্ধে ভরে যায় পুরো এলাকা। খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী মানুষের ঢল নামে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে।

Latest