নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লক্ষাধিক টাকা কেপমারির ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিলো এক দম্পতিকে। এবার খড়গপুর থেকে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ধৃতের নাম শেখ রাজু। মঙ্গলবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দাসপুর থানার পুলিশ জানিয়েছে এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় আগেই দাসপুরের এক দম্পতিকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়গপুরের বাসিন্দা শেখ রাজুর নাম পাওয়া যায়। তাকেই সোমবার রাতে খড়গপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার থেকে ১৯৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে প্রায় ১ লক্ষ টাকা খুইয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক বৃদ্ধ। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দম্পতি গ্রেপ্তার। ধৃতদের নাম কানাই সামন্ত ও অষ্টমী সামন্ত। শনিবার দুপুরে ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। এর পরেই পুলিশ হেফাজতে পাঠানো হয় তাঁদের।