Skip to content

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাওয়ার খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মেনকাপুর এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৫০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ই মে বুধবার দুপুরে মেনকাপুর এলাকায় বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সেই খাবার খাওয়ার পরই বিকাল থেকে অসুস্থ হতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জন।চিকিৎসকরা জানিয়েছেন বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন সকলে। যদিও সকলেই সুস্থ রয়েছেন।

Latest