নিজস্ব সংবাদদাতা : "জব কার্ড রক্ষা করো, চাকরির অধিকার অর্জন করো'। এই স্লোগানকে সামনে রেখে, সিপিআই(এম)-এর ডাকে মঙ্গলবার ২৭ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার মানুষ জড়ো হন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিডিও অফিস অবরোধ করে জনতার সমাবেশ হয় । 'জব কার্ড রক্ষা করো, চাকরির অধিকার অর্জন করো' এই দাবিতে, ১৪টি অঞ্চলের ১৪টি শিবিরে ৪/এ ফর্ম পূরণ করে কাজের দাবি জানানো হয়। ফর্ম পূরণের পর, বিডিও অফিস থেকে ফর্মগুলি গ্রহণ করা হয়। সিপিআইএম কর্মীরা পুরো প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এক পর্যায়ে, জনতার ভিড় বিডিও অফিসে জায়গা না পেয়ে নিকটবর্তী বালিচক ভজহরি স্কুল মাঠে চলে যায়। সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, প্রাণকৃষ্ণ মণ্ডল, চন্দন গুচৈত, সুভাষ দে, অমলেশ বসু, ডালিয়া ভট্টাচার্য, সুমিত অধিকারী, চিত্ত পাল, নলিন হেমরাম সহ অন্যান্য নেতারা আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই কর্মসূচি বাস্তবায়নে বাম ছাত্র যুব কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।