Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামের ছেলে সিআরপিএফ জওয়ানের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামের ছেলে সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহ(৩০) । সূত্রের খবর, ছত্তিসগড়ে সিআরপিএফ ক্যাম্পে কর্তব্যরত ছিলেন দেবাশিস সিংহ।দশ দিন আগে ছুটি কাটিয়ে তিনি ডিউটিতে যোগ দিয়েছিলেন।তারপর তার হালকা জ্বর হয় সেখানেই অসুস্থতা বাড়তে থাকে।

ক্যাম্প থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তার মৃত্যু হয় শুক্রবার। তারপর ডিসেম্বরে ছোট মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল । শনিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই সিআরপিএফ জওয়ান দেবাশিস সিংহের ‘কফিনবন্দি’ দেহ পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডিঙ্গল গ্রামে।সিআরপিএফ আধিকারিকদের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

গান স্যালুটে, পুষ্পবৃষ্টি আর ভারতমাতার জয়ধ্বনিতে শেষ বিদায় জানানো হয় বীর জওয়ানকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।ঘটনায় চারদিকে শুধুই কান্না,এলাকায় শোকের ছায়া।

Latest