Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এক বেসরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এক বেসরকারি হাসপাতালে। সন্তানসম্ভবা মিতা জানা পোড়িয়া ১৪ তারিখ ডেবরার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৫ তারিখ বুধবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন ওই পুত্রসন্তান সুস্থ ছিল বলেই জানা গিয়েছে। তবে পরদিন থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। খাওয়া বন্ধ করে দেয়। সেই বিষয়টি নার্স, ডাক্তারদের জানানো হয়েছিল। কিন্ত তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।পরের দিন শিশুটি স্তন্যপান করে। ১৮ তারিখ শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ওই শিশুটি মারা যায়। পরে পরিবারের কাছে সেই মৃত্যুর খবর পৌঁছয়। ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন হাসপাতালে হাজির হয়ে বিক্ষোভ দেখান। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হচ্ছে। হাসপাতালের বাইরে পুত্রের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন বাবা।

Latest