পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ সামনে এল।মেদিনীপুর পৌর এলাকার ভোটার সালমা বিবি সম্প্রতি চোখের অপারেশন করিয়েছেন। সেই অসুস্থ অবস্থাতেই শুনানিতে ডাকা হওয়ায় তিনি নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে হাজির হন।অভিযোগ পরিবারের সকাল ১০টা থেকে আসার পর দুপুর ১টা পর্যন্ত দীর্ঘক্ষণ বসে থাকতে বাধ্য হন সালমা বিবি।

অসুস্থ শরীরে এতক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁর শারীরিক অবস্থা খারাপ তাতে সমস্যা হচ্ছে। কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান সালমা বিবির পরিবারের সদস্যরা। শুধু সালমা বিবি নন, আরও কয়েকজন ভোটার অভিযোগ তুলেছেন যে শুনানি কেন্দ্রে বয়স্ক ও অসুস্থ মানুষদের বসার জন্য পর্যাপ্ত জায়গা বা বিশেষ ব্যবস্থার অভাব রয়েছে। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা অস্বস্তিকর অবস্থায় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। সব মিলিয়ে মেদিনীপুরের SIR শুনানি কেন্দ্র ঘিরে অব্যবস্থা ও হয়রানির অভিযোগ ওঠে।অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে।

ব্যাখ্যা দিলেন ERO তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জী। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুনানিতে ডাকা প্রতিটি ভোটারের সুবিধা ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মধুমিতা মুখার্জীর দাবি, শুনানি কেন্দ্রে পর্যাপ্ত আধিকারিক ও কর্মী মোতায়েন রয়েছে, যাতে দ্রুততার সঙ্গে আবেদনকারীদের বিষয় নিষ্পত্তি করা যায়।

পাশাপাশি বয়স্ক,অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ক্ষেত্রে সহানুভূতিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। কোনও ভোটার যাতে অযথা হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসন বিশেষ নজর রাখছে বলেও জানান ERO তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জী জানান।