Skip to content

পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে চলা এস.আই.আর (SIR) শুনানিকে ঘিরে এবার প্রকাশ্যে এলো প্রতিবাদের ছবি!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এস.আই.আর শুনানির বিরোধিতায় প্রতিবাদ—মহামান্য আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শুনানি কেন্দ্রে হাজির এক যুবক।মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে চলা এস আই আর (SIR) শুনানিকে ঘিরে এবার প্রকাশ্যে এলো প্রতিবাদের ছবি। মঙ্গলবার শুনানি কেন্দ্রে গোলায় প্রতিবাদী প্ল্যাকার্ড ঝুলিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের ২১০ নম্বর বুথের বাসিন্দা প্রসেনজিৎ বেরা। জানা গিয়েছে, প্রসেনজিৎ বেরার বাবার নামের বানানে নথিগত একটি সামান্য ভুল থাকার কারণেই তাঁকে এস আই আর শুনানির জন্য ডাকা হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ্য প্রতিবাদে নামেন তিনি।

তাঁর অভিযোগ, এই ধরনের তুচ্ছ বানান বিভ্রাট দেখিয়ে সাধারণ মানুষকে শুনানির মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যা মহামান্য আদালতের নির্দেশের পরিপন্থী।এদিন কালো রঙের একটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হন প্রসেনজিৎ বেরা। প্ল্যাকার্ডে লেখা ছিল মেজো খোকা, মোটা কাকু ভয় পেয়েছে তাই বিজেপির কথায় নির্বাচন কমিশন বেছে বেছে তৃণমূলীদের হেয়ারিংয়ে ডাকছে। প্রসেনজিৎ বেরা নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করে বলেন, বাংলার নাম ও বানানে হিন্দি ও গুজরাটি ভাষার প্রভাব পড়ার কারণেই এই ধরনের বানান ভুল তৈরি হচ্ছে। বাংলা ও হিন্দি ভাষার উচ্চারণগত পার্থক্যের টানেই বহু ক্ষেত্রে নামের বানানে গরমিল দেখা যাচ্ছে। অথচ সেই সামান্য ত্রুটিকে হাতিয়ার করে নাগরিকদের বারবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও দাবি করেন,মহামান্য আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন বাস্তবে সেই নির্দেশ মানছে না। আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র গুরুতর ও যুক্তিসংগত কারণেই শুনানি হওয়ার কথা থাকলেও, বাস্তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট দলের কর্মী-সমর্থকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

Latest