Skip to content

বর্তমান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পদে বদলি হলেন খুরশিদ আলী কাদেরী!

নিজস্ব সংবাদদাতা :  নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম তালিকায় নাম না থাকলেও পরবর্তীতে বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। তিনি হুগলির জেলাশাসক হচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজন কৃষ্ণা। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন। এই প্রশাসনিক পদক্ষেপকে অনেকেই আসন্ন SIR বা ভোট প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন। আজ বিকেলেই এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই নবান্নের তরফে এত বড় পরিসরে বদলিকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। বিশেষত ভোটের আগে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞ মহলের।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এই বদলির প্রক্রিয়া এখানেই শেষ নয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অন্য আরও দপ্তরে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত রাজ্য প্রশাসনের এই পদক্ষেপে স্পষ্ট—এসআইআর ঘোষণার আগেই রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে সর্বস্তরে।

Latest