Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে পালিত হলো ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সারা দেশের সঙ্গে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতের বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে।

এরপর সারাদিনব্যাপী চলে নানা দেশাত্মবোধক অনুষ্ঠান। জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে। এদিন জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। সকাল ন'টায় জেলা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

জাতীয় পতাকা উত্তোলনের জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জেলা শাসকের কার্যালয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

Latest