Skip to content

পশ্চিম মেদিনীপুরে প্রায় ৪৪ হাজার ভোটারের হদিস নেই!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :পশ্চিম মেদিনীপুরে প্রায় ৪৪ হাজার ভোটারের হদিস নেই—জেলা প্রশাসনের খাতায় এরা ‘অ্যাবসেন্ট’ বা ‘আনট্রেসেবল’ ভোটার হিসেবে চিহ্নিত। এর মধ্যে শুধু খড়গপুর শহরেই প্রায় ২৫ হাজার,আর মেদিনীপুর শহরে প্রায় ৫ হাজার ভোটারের খোঁজ মেলেনি। সোমবার বিকেল পর্যন্ত জেলার সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

জেলাশাসক বিজিন কৃষ্ণা স্বীকার করেছেন, এই বিপুল সংখ্যক ভোটারের খোঁজ পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি তিনি। এই ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।

বিজেপির অভিযোগ—এই বিপুল সংখ্যক ‘ভুয়ো’ ভোটারদের ভরসাতেই এতদিন তৃণমূল ভোটে জিতেছে। অন্য দিকে তৃণমূলের দাবি—নির্বাচন কমিশন অতি কম সময়ে এসআইয়ের কাজ করতে বলায় বিএলওরা বহু বাড়িতে পৌঁছাতে পারেননি, তাই অনেক ভোটারের হদিস মিলছে না। জেলাশাসক আরও জানান, সোমবার পর্যন্ত জেলায় মৃত ভোটারের সংখ্যা প্রায় ৮৪,৪০০ জন। পাশাপাশি, ইনিউমারেশন ফর্ম জমা পড়লেও প্রায় ৬০ হাজার ভোটারের ম্যাপিং করা যায়নি। এদের সবাইকে হেয়ারিংয়ে ডাকা হবে, এবং প্রশাসনের আশঙ্কা—এই সংখ্যা আরও বাড়তে পারে।

Latest