Skip to content

পশ্চিম মেদিনীপুরে শেয়াল উদ্ধারে বন দপ্তরের ভূমিকা!

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লকের রসুনচক গ্রামে ২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া একটি শেয়ালকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সমাজকর্মী শেখ লিয়াকত আলী এবং গোদাপিয়াশাল রেঞ্জ অফিসের রেঞ্জার অমলেন্দু মাঝি ও তাঁর বন দপ্তরের দল।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ লিয়াকত আলী খবর পান যে রসুনচক গ্রামের ২০ ফুট গভীরে একটি শেয়াল পড়ে কাতরাচ্ছে।

খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত বন দপ্তরে যোগাযোগ করেন।রেঞ্জার অমলেন্দু মাঝি খবর পেয়ে তাঁর পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ প্রচেষ্টার পর বন দপ্তরের কর্মীরা এবং স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটিকে অক্ষত অবস্থায় গর্ত থেকে উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ লিয়াকত আলী এবং বন দপ্তরের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার জন্য গ্রামবাসীরা তাঁদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। উদ্ধার হওয়া শেয়ালটিকে প্রাথমিক চিকিৎসার পর সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

Latest