সেখ ওয়ারেশ আলী : আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ, ঢালাই রাস্তার বদলে ঢালাই আটচালা! গ্রামবাসীদের দাবিতে ঢালাই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ২ লক্ষ ৬ হাজার ৬৬২ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা–২ পঞ্চায়েত সমিতির অধীন সারবোত গ্রাম পঞ্চায়েত এলাকায় গত ২ ডিসেম্বর কাজ শুরু হয়ে মাত্র ১৭ দিনের মধ্যেই কাজ শেষ দেখানো হয় এবং প্রকল্প বাস্তবায়নের বোর্ড লাগানো হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পরেই বিস্মিত হন স্থানীয়রা। অভিযোগ, ঢালাই রাস্তা তৈরির বদলে পিডব্লিউডি রোডের ধারে থাকা একটি আটচালার চৌহদ্দি ঢালাই করা হয়েছে, অথচ রাস্তার কাজ কার্যত হয়নি।

প্রকল্পের সরকারি বোর্ডে উল্লেখ রয়েছে আগরবাধ পিডব্লিউডি রোড থেকে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কথা। তবে বাস্তবে প্রকল্পের ২০ শতাংশ কাজও হয়নি বলে অভিযোগ। ঘটনার পর অস্বস্তিতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভঙ্কর মান্না। তিনি দাবি করেন, গ্রামবাসীদের আপত্তির কারণেই রাস্তার কাজ হয়নি, যদিও বোর্ড অনুযায়ী কাজ হওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন। গড়বেতা–২ ব্লকের বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট জেলা স্তরে পাঠানো হবে এবং নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করতেই হবে সংশ্লিষ্ট এজেন্সিকে।এদিকে গোটা ঘটনায় শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। রাজনৈতিক তরজা চললেও গোয়ালতোড়ে ধরা পড়া এই চিত্র জেলা জুড়ে ব্যাপক শোরগোল ফেলেছে।