Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে ঠিকাদার সংস্থাদের তরফে ধর্না ও ডেপুটেশন কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র : ৭ ই জানুয়ারী মঙ্গলবার ধর্না ও ডেপুটেশন কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল এমজিএনআরইজিএ অর্থাৎ ১০০ দিনের কাজের মেটেরিয়াল সাপ্লাইয়ের টাকা ১০০০ দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও তা প্রশাসনের তরফে মেটানো হয়নি। করা হয়নি এফটিও এর ফলে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদার সংস্থাগুলি। এদিন তারা টাকার দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিশ্বস্ত সূত্রে খবর এফটিও না হলে পেমেন্ট সম্ভব নয় তাই এই টাকা কি আদৌ পাওয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। হাজার হাজার ঠিকাদারদের কোটি কোটি টাকা কবে মেটানো হবে কে মেটাবে? তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তেমনই দাবি থেকে পিছু হচ্ছেন না ঠিকাদার সংস্থাগুলির কেউই। হঠাৎ করে প্রশাসন সরকারের বিরুদ্ধে এহেন বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে যে যথেষ্ট শাসক দলকে বিড়ম্বনায় ফেলবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না।

Latest