Skip to content

গ্রাম পঞ্চায়েতের প্রধান ওয়ারিশেন সার্টিফিকেট ৩০০ টাকা না দিলে দেবে না বলে অভিযোগ!

চন্দ্রকোনা রোড সুমন পাত্র : গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি ওয়ারিশান শংসাপত্রের জন্য ৩০০ টাকা দাবি করেন, তাহলে এটি অনৈতিক এবং বেআইনি। ওয়ারিশান শংসাপত্র (Legal Heir Certificate) একটি আইনি নথি, যা কোনো মৃত ব্যক্তির আইনত উত্তরাধিকারীকে প্রমাণ করে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লক ৩-এর কারসা এলাকাটি বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে, যেখানে গাছ কাটা এবং কখনও মোরাম পাচারের অভিযোগ রয়েছে। কারসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উত্তরাধিকারীদের শনাক্ত করতে  অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগও রয়েছে।গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু শেখ বিষয়টি অস্বীকার করলেও আনঅফিসিয়ালি যে টাকা নেওয়া হয় তা কথা স্বীকার করে নিলেন এলাকার তৃণমূল কর্মী শান্তু শেখ। প্রসঙ্গত, কখনও গাছ কাটার ঘটনায় চক্রের নাম জড়িত হয়েছে, কখনও জমি পাচার, বালি পাচার বা মোরাম চুরির ঘটনায় এক নম্বর চক্র হয়েছে, কখনও বিদ্যুৎ চুরিতে চক্রটি জড়িত হয়েছে। আর এখন প্রধানের উত্তরাধিকার সনদে ৩০০ টাকা দাবি নিয়ে সরগরম বিল্ডারদের রাজনৈতিক অঙ্গন।

Latest