Skip to content

পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবলা পশু তথা কুকুর ও বিড়ালের উপর যেভাবে অত্যাচার বাড়ছে,তার জন্য সচেতন শিবির!

1 min read

নিজস্ব সংবাদদাতা : অবলা প্রাণীর উপর অত্যাচার একটি পারিবারিক,মানবিক এবং সামাজিক অবক্ষয়।পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবলা পশু তথা কুকুর ও বিড়ালের উপর যেভাবে অত্যাচার বাড়ছে,তার জন্য সচেতন শিবির ও একটি পথসভা করা হলো।

এই ধরনের নিষ্ঠুরতার দৃশ্য খুব সাধারণ, আর এগুলো কখনো খবরের শিরোনামও হয় না। রাস্তার কুকুর থেকে শুরু করে বিড়াল, প্রত্যেকেই প্রতিদিন এই ধরনের নির্যাতনের শিকার হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই কেন মানুষ অসহায় এই প্রাণীগুলোর ক্ষতি করতে বা তাদের কষ্ট দিতে চায়।

লক্ষ্য একটাই সমাজকে সুরক্ষিত রাখা ও পাশাপাশি অবলা প্রাণী তথা বিশেষ করে বিড়াল,কুকুর যাকে নিয়ে এখন বেশি সমস্যা তাদেরকেও সুরক্ষিত রাখা। সমাজ হিসেবে আমাদের অবশ্যই প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম পশু-পাখির প্রতি উদাসীনতার পরিবর্তে ভালোবাসা নিয়ে বড় হয় যাতে ।

Latest