নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় রেমালের দাপটে ঘাটাল মহকুমায় ক্ষয়ক্ষতি সে ভাবে হয়নি। তবে গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই ঘাটাল পুরশহর-সহ মহকুমার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা তৈরি হয়। অচল হয়ে পড়ে ঘাটালের গ্রামীণ এলাকায় সজলধারাগুলিও। অবশ্য সোমবারের দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, ‘‘বিদ্যুৎ না থাকায় বিক্ষিপ্ত ভাবে ঘাটাল শহর-সহ গ্রামীণ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা তৈরি হয়। সোমবার দুপুরের পর পানীয় জলের সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।’’ প্রশাসন সূত্রের খবর, রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় রবিবার দুপুরের পর থেকেই ঘাটাল মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যার পর ঝড়ের দাপট শুরু হতেই ঘাটাল-সহ দাসপুর, সোনাখালি এলাকার বিস্তীর্ণ অংশে বিদ্যুতের তারে গাছের ডাল ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। খড়ার, ক্ষীরপাই, রামজীবনপুর, চন্দ্রকোনাতেও বিক্ষিপ্ত ভাবে দেখা যায় একই ছবি।