বরুণ কুমার বিশ্বাস: ৩রা ডিসেম্বর বুধবার ,ঘাটাল শহরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদতলে পালিত হলো তাঁর ১৩৭ তম জন্মদিন। ঘাটাল শহরের বহু সম্মাননীয় ব্যক্তিগণ ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই মহতী অনুষ্ঠানে মুর্তির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা (IAS) ।সেখানেও ঘাটাল মহকুমার বহু বিশিষ্ট গুনীজন উপস্থিত ছিলেন তাঁর অবদানের কথা স্মরণ করেন।তারঁ প্রতিকৃতিতে মাল্যদান সহ অনেকেই তাঁর জীবন ও পরাধীন দেশের স্বাধীনতায় অবদান নিয়ে বক্তব্য রাখেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন তিরানব্বই বছরের বর্ষিয়ান অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রশান্ত সামন্ত মহাশয়।অন্যদিকে ঘাটালের দাসপুর বাসষ্ট্যান্ডে মহান ক্ষুদিরাম বসুর একটি পূর্ণাবয়ব মুর্তি স্থাপন ও উদ্বোধন হল ।