Skip to content

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গয়নার অ্যাসিডে ভাত রান্না,তিন শিশুসহ ছ'জন গুরুতর অসুস্থ!

নিজস্ব সংবাদদাতা : ২৩শে নভেম্বর রবিবার ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে রত্নেশ্বরবাটি এলাকায় ।জানা গিয়েছে, ওই পরিবারে বাড়িতে রুপোর গয়না তৈরির কাজ হয়। সেই কাজে ব্যবহৃত অ্যাসিড রাখা ছিল বালতিতে। বাড়িতে আসা এক আত্মীয় তা জানতেন না। তিনিই জল ভেবে ওই অ্যাসিড দিয়ে ভাত রান্না করেন! আর তা খেয়েই একই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন।রবিবার দুপুরে রত্নেশ্বরবাটির সন্ন্যাসী পরিবারে এই ঘটনাটি ঘটে। এরপরই পরিবারের দুই আত্মীয় সহ মোট ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে তিন জনই শিশু। এই ৬ জন হলেন সন্তু সন্ন্যাসী (৩৭), রঞ্জনা সন্ন্যাসী (৩০), তিয়াসা সন্ন্যাসী (৭) বিভাণ সন্ন্যাসী (৩), শিখা দোলই (২৯) ও স্বাগতা দোলই(৮)।জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী রবিবার বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সকলের অবস্থাই আশঙ্কাজনক। পরে অবশ্য সঙ্কটজন অবস্থা ছ’জনকে রবিবার রাতে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।বিশেষত শিশুগুলির অবস্থা রীতিমত সঙ্কটজনক। সকলেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest