নিজস্ব প্রতিবেদন : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বদ্ধপরিকর রাজ্য। রাজ্য বাজেটে প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। সোমবার থেকে শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের জন্য জমি কেনার কাজ। ঘাটাল মাস্টার প্লানের গুরুত্বপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হল ঘাটাল শহরের ৯ নাম্বার ওয়ার্ডের শ্রীরামপুর মৌজাতে। এখানে ১২১ জন রায়তের থেকে প্রায় দুই একর জমি ক্রয় করা হবে। ১৪ জন কৃষক সম্মতি পত্রে স্বাক্ষর করলেন। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, এসডিপিও অনিমেষ সিংহ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।