Skip to content

ঘাটালে বন্যার জল নামতেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রস্তুতি!

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার প্রশাসনের আধিকারিকরা ঘাটালের শিলাবতী নদীর পশ্চিম পাড় পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য এবং মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শংকর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, এবং সাব-কমিটির সদস্য দিলীপ মাঝি ও অরুণ মণ্ডল প্রমুখ । এখানে তৈরি হবে গার্ড ওয়াল, যা ঘাটাল শহর ও আশপাশের গ্রামগুলোকে বন্যার জলের হাত থেকে রক্ষা করবে। প্রশাসনের দাবি, যতটা সম্ভব কম সংখ্যক বাড়িঘর ও জমি ক্ষতিগ্রস্ত করে কীভাবে গার্ড ওয়াল তৈরি করা যায়, সেটাই ছিল আজকের মূল পরিদর্শনের উদ্দেশ্য। এক কথায়, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে এখন সম্পূর্ণ তৎপর প্রশাসন। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানকে ইস্যু করে সদ্য লোকসভা নির্বাচনে ভোটপ্রচার করেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। বিপুল ভোট পেয়ে তিনি জয়লাভও করেন। জয়ের পরই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে উঠে পড়ে লেগেছেন সাংসদ দেব। ভোট চুকতেই সেচ দপ্তর ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী হয়েছে।

Latest