Skip to content

ঘাটাল পুরসভার প্রাক্তন পৌরপ্রধান বিভাস ঘোষ গ্রেপ্তার!

বরুণ কুমার বিশ্বাস : ঘাটাল পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং বর্তমান কাউন্সিলর বিভাস ঘোষ গ্রেপ্তার হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে অর্থ সংগ্রহ করার অভিযোগে। বুধবার অর্থাৎ ১৫ অক্টোবর তাকে কোর্টে তোলা হবে। তিনি বলেছেন তিনি নির্দোষ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল। সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি চিঠি। সেই চিঠি দেখিয়ে টাকা তোলার অভিযোগ ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। তিনি বর্তমানে পৌরসভার ১৩ ওয়ার্ডের কাউন্সিলরও বটে। সোমবার সন্ধ্যা থেকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামঙ্কিত প্যাডে লেখা একটি চিঠি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। তা নজরে আসে পুলিশেরও। এদিকে যে চিঠি ঘুরে বেড়াচ্ছে তা ভুয়ো বলে জানা যাচ্ছে। এই দাবি করছেন দলের নেতারাই। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলেন। পাশাপাশি আরও অনেকের থেকে টাকা তোলার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে।

Latest