Skip to content

মাত্র দু’নম্বরের জন্য উচ্চমাধ্যমিকে প্রথম দশে স্থান পায়নি ঘাটালের মেয়ে রিয়া দে!

নিজস্ব সংবাদদাতা :  আজ শুধুই উচ্চমাধ্যমিকে পরীক্ষার রেজাল্ট নয় — এটি এক অনুপ্রেরণা।মেয়েটির নাম রিয়া দে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নিশ্চিন্দীপুরে বাড়ি। মা-বাবা নেই। জন্মের পর থেকেই মামাবাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ।শৈশব থেকে মেয়েটির অবলম্বন ছিল তার একমাত্র দাদু । কিন্তু দাদু যে আর্থিকভাবে খুব স্বচ্ছল ছিল তা নয়।যাই হোক, দাদুর তৎপরতায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে মেয়েটি আমাদের স্কুল থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা- কর্মীবৃন্দের সহযোগিতায় সাফল্যের সাথে মাধ্যমিক পাস করে। একটু পিছিয়ে যাই, মেয়েটি পৃথিবীতে আবির্ভাব হওয়ার আগেই তার বাবা মারা যায়। রিয়ার সাথে মায়েরও সেভাবে যোগাযোগ নেই। রিয়ার সাহিত্যের প্রতি অনুরাগের জন্য সে কলা বিভাগে ভর্তি হয়।বর্তমানে বিদ্যাসাগর হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে ৪৮৬ নাম্বার পেয়েছে। যা দশম স্থানাধিকারীর চেয়ে মাত্র ২ নাম্বার কম। আরোও একটি দুঃখের বিষয় , কিছুদিন হল মেয়েটির দাদুও মারা গেছেন।মেয়েটি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে প্রায় নিয়মিত যোগাযোগ রাখে। পড়াশোনার বাইরে ঠাকুর, মা ও স্বামীজীর বিভিন্ন ধরনের বই পড়া তার একমাত্র নেশা । স্বামীজীর উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও জেলা স্তর তথা রাজ্যস্তর পর্যন্ত সে পৌঁছেছে। মেয়েটির উচ্চ শিক্ষার ও অন্যান্য সকল বিষয়ে পাশে থাকার জন্য শুভানুধ্যায়ী মানুষ তথা সরকারি সাহায্যের ব্যবস্থা করার জন্য সকলের কাছে আহ্বান জানাই ।

Latest