নিজস্ব সংবাদদাতা: বর্ষার জলে ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ক্রমশ জল বাড়ছে পার্শ্ববর্তী এলাকা।ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো প্লাবিত।একাধিক স্কুলে জল ঢুকায় এবারও পরিস্থিতি তেমনই। তবে কিছু এলাকায় জল পেরিয়ে ডিঙি নৌকায় করে স্কুলে যেতে দেখা যাচ্ছে ঘাটালের পড়ুয়াদের। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পেশায় শিক্ষক বিকাশ কর জানিয়েছেন,ঘাটাল পৌর এলাকা ও ঘাটাল ব্লক মিলিয়ে বন্যায় ১৪৫ টি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি হাইস্কুল ও ৭০ টি আইসিডিএস কেন্দ্র জলের তলায়,বন্ধ এই সমস্ত স্কুলগুলি।মহকুমাশাসক জানিয়েছেন, এসডিআরএফ এর সিভিল ডিফেন্স,পুলিশের ডিএমজি গ্রুপ,সহ নৌকা বোট রয়েছে,কারও কোনো সমস্যা হলে সরাসরি হেল্প লাইন নম্বরে ফোন করলে পুলিশ প্রশাসন সমস্ত রকম সহযোগিতায় পৌঁছে যাবে। বন্যার জল বাড়ায় চরম সমস্যায় পড়েছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। ইতিমধ্যে কাজে নেমে পড়েছে প্রশাসন।

বন্যাকবলিত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। বিপন্ন লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যা দুর্গতদের জন্য প্রতিদিন রান্নাকরা খাবার পরিবেশন করা চলছে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে। বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির।
