নিজস্ব সংবাদদাতা : ঘাটাল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ও দিলীপ কুমার গুছাইত চারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী ডঃমানস রঞ্জন ভূঁইয়া,ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল ইনচার্জ শুভদীপ সিংহ রায় প্রমুখ। প্রায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপন করা হয় । সেচমন্ত্রী ডঃমানস রঞ্জন ভূঁইয়া নিজে হাতে অঙ্কিত কুমার ঘোষ এই পুরস্কারটি তুলে দেন।