সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা গ্রামে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। রোটার-ট্রাক্টর উল্টে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক—হপন বেশরা (৩৮) এবং সুখচাঁদ বেসরা (৪০)। দু’জনই এলাকার পরিচিত শ্রমিক এবং প্রায় প্রতিদিনই কৃষিকাজের ট্রাক্টর চালনা ও রোটার পরিচালনার কাজে বের হতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সারা দিনের কাজ শেষ করে রাতের দিকে রোটার ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। খড়কাটা গ্রামের রাস্তায় হঠাৎ ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

মুহূর্তের মধ্যে ভারী রোটার-সহ ট্রাক্টরটি পাশের জমিতে উল্টে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোটারের নিচে চাপা পড়ে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটে। শব্দ পেয়ে ছুটে আসেন আশে পাশের মানুষজন। তাঁরা উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দুই শ্রমিকের শরীর রোটারের নিচে আটকে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

দুর্ঘটনার খতিয়ে দেখছে পুলিশ। হপন বেশরা এবং সুখচাঁদ বেসরার মৃত্যুতে গোটা খড়কাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। গ্রামের বাসিন্দাদের কথায়, “ওরা দু’জন খুব পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিল… কে জানত এমন একটা বিপদ অপেক্ষা করে আছে তাদের।