Skip to content

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আই.এস.এফ এর এক কর্মীকে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ!

1 min read

সেখ ওয়ারেশ আলী : বুধবার রাতে গড়বেতার খড়কুশমা বাসস্ট্যান্ডের কাছে রমজান আলী খান নামে আই এস এফ এর এক অবজারভারকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রাতেই তাকে কোন ভাবে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে ও শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছে। এলাকায় আইএসএফের প্রভাব বাড়ছিল আর সেই কারণেই মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের সদস্যদের। যদিও এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। পারিবারিক বিভাগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত পুলিশের, দাবি তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য গরবেতায়। আতঙ্কে আইএসএফ অবজারভার এর পরিবার।

Latest