Skip to content

প্রবল বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া রাস্তায় একটি লরি ঢুকে পড়ে,যার ফলে যানজট এবং দুর্ভোগের সৃষ্টি হয়!

সুমন পাত্র : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বহড়াশোল প্রাথমিক বিদ্যালয়ের সামনে।প্রবল বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া রাস্তায় একটি লরি ঢুকে পড়ে, যার ফলে ঘাটাল চন্দ্রকোনা রোডে যাত্রীদের চলাচল ব্যাহত হয়।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের ৩ নম্বর বাহরাশোল এলাকায় একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করার সময় লরিটি নরম মাটিতে ঢুকে যায় এবং তারপর নরম মাটির কারণে লরির চাকা আটকে যায়, কিন্তু চালকের পদক্ষেপে লরিটি একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এই ঘটনার কারণে আজ ঘাটাল চন্দ্রকোনা রোড রাজ্য মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়, যার ফলে অনেক দূরপাল্লার বাস যাত্রী আটকে পড়ে।

Latest