পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক মেদিনীপুর সেন্ট্রাল জেল, একসময় যার প্রতিটি ইট সাক্ষী ছিল স্বাধীনতার সংগ্রামীদের রক্ত, ঘাম ও আত্মত্যাগের— সেই স্থানেই এবার ইতিহাস ফিরে পেল নতুন রূপে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থানে উদ্বোধন হল এক অনন্য সংগ্রহশালার “Freedom Fighters Archive” উদ্বোধন করেন জেলা সংশোধনাগারের সুপার বিনোদ সিং,উপস্থিত ছিলেন জেল পুলিশের বিভিন্ন আধিকারিক, কর্মচারী এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা। মেদিনীপুরের মাটিতে এক নতুন ইতিহাস চর্চার কেন্দ্র তৈরি হল এই আর্কাইভের মাধ্যমে। জেল সুপার বিনোদ সিং বলেন,বহুদিন ধরে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও গবেষকরা মেদিনীপুর সেন্ট্রাল জেলের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানতে আগ্রহী ছিলেন। কিন্তু প্রশাসনিক অনুমতির নানা জটিলতায় তাঁরা অনেক সময়ই তা জানতে পারতেন না। তাঁদের সুবিধার্থেই আমরা এই আর্কাইভটি গড়ে তুলেছি, যাতে আগামী প্রজন্ম খুব সহজেই জানতে পারে এই জেলের ভিতরে ঘটে যাওয়া বীরত্বগাথা ও আত্মত্যাগের গল্প।

এই “Freedom Fighters Archive”-এ সংরক্ষিত থাকবে ব্রিটিশ শাসনকালে এই জেলে বন্দী, সাজাপ্রাপ্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবন, তাঁদের লেখা চিঠি, সরকারি নথি, এবং ব্রিটিশ শাসনের অত্যাচারের বহু অজানা দলিল।

এই সংগ্রহশালা আগামী দিনে ইতিহাস প্রেমী ছাত্রছাত্রী, গবেষক ও সাধারণ দর্শনার্থীদের কাছে হয়ে উঠবে এক জ্ঞানের ভান্ডার, এক অনুপ্রেরণার কেন্দ্র। মেদিনীপুর সেন্ট্রাল জেল নিজেই এক ইতিহাস ব্রিটিশ আমলে নির্মিত এই জেলখানাই ছিল স্বাধীনতার বহু আন্দোলনের কেন্দ্রবিন্দু। অসংখ্য বীর বিপ্লবী এখানে বন্দী ছিলেন, কেউ কেউ এখানেই জীবন বিসর্জন দিয়েছেন মাতৃভূমির জন্য। বর্তমানে প্রায় ১৩০০ বন্দী এখানে রয়েছেন, যাঁদের মধ্যে অর্ধেকই সাজাপ্রাপ্ত।
এই উদ্যোগ শুধু একটি সংগ্রহশালা নয় এটি এক জীবন্ত ইতিহাসের পুনর্জাগরণ। স্বাধীনতার আদর্শ, আত্মত্যাগ ও সংগ্রামের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক মহৎ প্রয়াস।এই “Freedom Fighters Archive” প্রমাণ করে দিয়েছে ইতিহাস কখনও মুছে যায় না।