Skip to content

প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির রাজ্য সম্মেলন!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে শুরু হলো প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির দুদিনের ষোড়শ রাজ্য সম্মেলন। সারা রাজ্যে ১৭৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। সংগঠন এর পতাকা উত্তোলন ও শহীদ বেদী তে মাল্যদান এর মধ্য দিয়ে কাজ শুরু হয়।

উদ্বোধন করআর পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ তমোনাশ চৌধুরী। হোমিওপ্যাথি বিজ্ঞান নিয়ে সেমিনার এর বক্তা ছিলেন ডাঃ বিপ্লব দাস। সেমিনারে সভাপতিত্ব করেন ডাঃ বিমল গুড়িয়া ও ডাঃ দেবব্রত চ্যাটার্জী। প্রতিনিধি অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক গৌতম সরকার। উপস্থিত আছেন রাজ্য সভাপতি ডাঃ দেবব্রত চ্যাটার্জী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Latest