Skip to content

পশ্চিম মেদিনীপুরের অন্যতম মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়া ২৭১৯১ ভোটে জয়ী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২৪ এ এবারে এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী বদল করে।প্রার্থী করা হয়েছিল অগ্নিমিত্রা পালকে।আর তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুর লোকসভার এই কেন্দ্রে লড়াই হয়েছিল সেয়ানে সেয়ানে। মেদিনীপুরের বিধায়ক প্রিয় জুনের উপর আস্থা রেখেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রচারে এসেছিলেন একাধিকবার, এসেছিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও। কঠিন লড়াই দিলেও শেষ পর্যন্ত জুন মালিয়ার জয় হয়েছে। আর এই জয়ে উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মীর সমর্থকরা সাথে আবির খেলে মেতে ওঠে। ৪ জুন খড়গপুর শহরে কেন্দ্রীয় বিদ্যালয় গণনা কেন্দ্র নির্বাচন কমিশনের তরফ থেকে সন্ধ্যা সাতটা নাগাদ জয়ী ঘোষণা করেন জুন মালিয়াকে। জুন মালিয়া ভোট পেয়েছেন ৭০২১৯২, আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পোল পেয়েছেন ৬৭৫০০১, তৃণমূল প্রার্থী জুন মালিয়া ২৭১৯১ ভোটে জয়ী হয়েছে। খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে জয়ী প্রার্থী নতুন সাংসদ জুন মালিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি হাসিতে বলেন এই জয় মমতা দি,মা মাটি মানুষের জয়, ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সহ সন্দীপ সিংহ,সুজয় হাজরা শহর জেলা তৃণমূল ও যুব তৃণমূল প্রত্যেকের জয়। তার সাথে যারা আমার সঙ্গে ছিল তাদের সকলেরই জয়।

Latest