পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে সকালেই বিজেপি প্রার্থী হিরণকে বিক্ষোভের মুখে পড়তে হল। শুক্রবার রাতে কেশপুরে সন্ত্রাস চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। বিজেপি শেষবেলায় এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেই দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘ভোটে জেতার জন্য ওঁরা সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছে। এবার ওদের কাছে একটা পথ হচ্ছে সন্ত্রাস। ঘাটালে সবাই জানে যে জিতবে। ঘাটালের মানুষ জানেন কে জিতবে। মানুষের ভালোবাসাতেই জিতব।' সুতরাং এগুলি করে কোনও লাভ হবে না। দেব জানান, সবং, পিংলা এলাকায় গতকাল রাতে ময়না থেকে প্রচুর বহিরাগত লোক ঢুকতে যাচ্ছিল। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। হিরণের গাড়ির চাকার সামনে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। ওই এলাকায় মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে বেরিয়েছেন।