Skip to content

কেশপুরে শহীদ জামশেদ আলির ও অন্যান্য শহীদদের স্মরণ সভা!

নিজস্ব সংবাদদাতা : বাংলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পীঠস্থান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর।মানুষ কে সঙ্গে নিয়ে গন আন্দোলনকে বিকশিত করতে গিয়ে ৪২ বছর আগে প্রতিক্রিয়াশীলদের হাতে 'শহীদ' হয়েছিলেন কমিউনিস্ট নেতা জামসেদ আলি। সিপিআইএমের দেওয়া তথ্য অনুযায়ী তারপর ধারাবাহিক ভাবে সিপিআইএমের নেতৃত্বে আন্দোলন সংগ্ৰাম পরিচালনার করতে গিয়ে প্রতিক্রিয়াশীল শক্তির হাতে শহীদের মৃত্যু বরন করেছেন ৭৮ সিপিআইএম নেতা-কর্মী।তাঁদের স্মরনে প্রতি বছরের মতো এই বছরও‌ পার্টির রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যদিয়ে শহীদ জামসেদ আলি সহ ৭৭ জন শহীদ বামপন্থী কর্মীদের শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল,দলের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা , দলের পশ্চিম‌ মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়, প্রবীণ কমিউনিস্ট নেতা ডহরেশ্বর সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য এই উপলক্ষ্যে শনিবার জামসেদ আলি ভবনে আয়োজিত রক্তদান শিবিের উদ্বোধন করেন জেলা সম্পাদক বিজয় পাল। শিবিরের শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা তরুণ রায়। শিবিরে উপস্থিত ছিলেন তাপস সিনহা, মানিক সেনগুপ্ত আহমদ আলি নিয়ামত হোসেন বিপদতারণ ঘোষ শুভাশিস পাইন হরিপদ হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিবিরে ৩ জন মহিলা সহ ৮৮ জন রক্ত দান করেন।

Latest