Skip to content

কেশপুর নাড়াজোল রাস্তা অবরোধ করে , ছাত্র ছাত্রীদের দাবি বিদ্যালয়ে শিক্ষকতা থেকে বাতিল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসা কেশপুর কৃষিফার্ম চত্বরে অবস্থিত এবং এটি একটি সরকারি স্কুল। বিদ্যালয়টি সাত বছর আগে স্থাপিত হয়, প্রাথমিকভাবে বদলি ও সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়। যদিও কিছু শিক্ষক পরে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, অস্থায়ী শিক্ষকরা বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, প্রায়ই ৫ ও ৬ ছাড়া মাস মাইনে পয়েই তারা খুশি। তারা শুধু স্কুলে পড়ান না, হোস্টেলে ছাত্রদের দেখাশোনা করতেন, এমনকি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতেন। যাইহোক, এই শিক্ষকদের এখন অন্যদের দ্বারা বদলি করা হয়েছে, যার ফলে তাদের পুনর্বহালের দাবিতে ছাত্রদের বিক্ষোভ দেখা দিয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা, যারা স্কুলে সাত বছর উৎসর্গ করেছিলেন, তারা চলে যেতে বলায় তাদের হতাশা প্রকাশ করেছেন। তাদের স্থলে আরেকজন অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাদের পরিবর্তে অন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে । সেই আজ প্রতিবাদে ছাত্র ছাত্রীরা কেশপুর নাড়াজোল রাস্তাটিকে পথটিকে অবরোধ করে , ছাত্র ছাত্রীদের দাবি যে সকল শিক্ষকদের বিদ্যালয়ে শিক্ষকতা থেকে বাতিল করা হয়েছে তাদের পনরাই ফিরিয়ে আনতে হবে। এদিকে যে সকল শিক্ষকদের বাতিল করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে তাদের দাবি আমরা দীর্ঘ ৭ বছর এই বিদ্যালয়ে কর্মরত জীবনের সব থেকে মূল্যবান সময়টা এই বিদ্যালয়ে দিয়েছি আজ আমাদের হটাৎ বিদ্যালয়ে না যাওয়ার জন্য বলা হয়েছে । আমাদের পরিবর্তে আবারো একই পদ্ধতিতে অন্য অস্থায়ীশিক্ষক নিয়োগ করা হয়েছে। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। যাতে আমাদের পুনঃনিয়োগ দেওয়া হয় তার জন্য
পশ্চিম মেদিনীপুর ডি এম কাছে আবেদন করছেন তারা।

0:00
/0:39

Latest