Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির কর্মসূচী!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ নম্বর ব্লকের অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার ভকতের উদ্যোগে তাঁরই স্কুলে রবিবার ৭ ই ডিসেম্বর আয়োজিত হলো বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। শীতের সকালে একটু বেলা বাড়তেই দুর দুরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন খেমাশুলি তে। হেঁটে, সাইকেলে, বাইকে ও বাসে করে সাধারণ, দরিদ্র বৃদ্ধ বৃদ্ধারা আসতে শুরু করেন খেমাশুলি হাইস্কুলে অর্থাৎ অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল।

চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, নেত্র নিরাময় নিকেতনের অভিজ্ঞ চক্ষু চিকিৎসকগণ চক্ষু পরীক্ষার কাজ শুরু করেন। খেমাশুলি হাইস্কুলের সহকারী শিক্ষক গৌতম কুমার ভকত জানান দীর্ঘ ২৬ বছর ধরে তিনি চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের সাথে এধরণের চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে চলেছেন অসহায়, দুস্থ, পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের মানুষের জন্য। এটি তাঁর দ্বারা আয়োজিত চল্লিশ তম চক্ষু পরীক্ষা শিবির। অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার ভকত জানান তাঁর হাত ধরে ইতিমধ্যেই তিন হাজারেরও বেশি বৃদ্ধ বৃদ্ধা চক্ষু ছানি অপারেশন বিনামূল্যে করাতে পেরেছেন।

ছাত্র ছাত্রীরা যাতে আগামী দিনে সমাজসেবামূলক কাজে উৎসাহিত ও আগ্রহী হয়ে ওঠে তার জন্য তিনি এই কাজে তাদেরকেও কাজে লাগান। ছাত্র ছাত্রীদের হাত দিয়ে চক্ষু পরীক্ষা শিবিরের হ্যান্ডবিল তাদের গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়। শুরু হয় বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের ব্যানার লাগানোর কাজ।সবশেষে চলে মাইক সহযোগে প্রচারের কাজ। সাধারণ মানুষ যাতে এই পরিসেবা নিতে পারেন, সেজন্য প্রথম থেকেই নজর দেন মানবদরদী এই শিক্ষক । দুপুর একটা পর্যন্ত চলে চক্ষু পরীক্ষার কাজ। দুই শতাধিক বৃদ্ধ বৃদ্ধা চক্ষু পরীক্ষা করান। তাঁদের মধ্যে ৮৬ জন চক্ষু ছানি অপারেশনের জন্য নির্বাচিত হন। ছানি অপারেশনের জন্য নির্বাচিত চক্ষু রোগীদের আগামী ১৩ ই ডিসেম্বর অপারেশনের জন্য বাসে করে চৈতন্যপুর পাঠানো হবে বলে জানিয়েছেন গৌতম বাবু। তিনি আরও জানান যে, আজীবন এই মানবিক কাজ করে যেতে চান। এলাকার মানুষ একজন শিক্ষকের এধরণের মানবিক উদ্যোগে বিশাল খুশি।

Latest