Skip to content

ধান্য পূর্ণিমায় খড়গপুর বইমেলার শুভ সূচনা!

অরিন্দম চক্রবর্তী: ধান্য পূর্ণিমার শুভ সন্ধ্যায় ২৬ তম খড়গপুর বইমেলার উদ্বোধন হলো। খড়গপুর গিরি ময়দান গীতাঞ্জলি কমিউনিটি হলের প্রাঙ্গনে ৩রা জানুয়ারি শনিবার মেলা উদ্বোধনে আসেন গল্পকার হামির উদ্দিন মিদ্যা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-"আমরা প্রযুক্তিবিদ্যার কাছে সমর্পিত হলেও বইয়ের কাছেই আবার ফিরে আসতে হয়।"তিনি বলেন-"প্রত্যেকটা মানুষই এক একটা জীবন্ত গল্প। বই সেগুলি বেঁধে দেয়।"

বিশেষ অতিথি সাংবাদিক সুরবেক বিশ্বাস বলেন-"বইয়ের একটা নির্মাণ পর্ব রয়েছে। জ্ঞান হচ্ছে আমাদের সম্পদ বই হচ্ছে মাধ্যম।"এ বছরের 'অনিল ঘড়াই স্মৃতি পুরস্কার' প্রাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রনীল আচার্য বলেন-"অনিলবাবু বিভিন্ন জায়গার দলিতদের কথা লিখে নামি অনামি লেখকদের মুভমেন্ট করেছিলেন আমি তার ভাগীদার হতে পেরে গর্বিত"।

বইমেলার সম্পাদক দেবাশীষ চৌধুরী বলেন-"বইমেলার প্রাঙ্গনে এলে ভাবের আদান-প্রদান করতে পারি। মাটির মানুষদের সাথে মিশতে পারি। সমাজকে বিভাজন করার প্রক্রিয়ার বিরুদ্ধে এগিয়ে যেতে পারি".। তিনি বলেন-'আমরা বিভাজন ও ঘৃণার বিপক্ষে।

নিজে সমৃদ্ধ হোন বইমেলায় গিয়ে।'এছাড়া বক্তব্য রাখেন বইমেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন পাল, আইআইটির অধ্যাপিকা দীপান্বিতা রায়চৌধুরী, মৃণাল সৎপতি। এছাড়া বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভা কল্যাণী ঘোষ,হেমা চৌবে, প্রশান্ত রায়, জয়শ্রী পাল, আইয়ুব আলী, কবি সুরজিৎ ঘোষ, অনুবাদক অনুরাধা রায়, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত।

এছাড়া ছিলেন কাউন্সিলর তপন পাল, বি হরিশ, নমিতা চৌধুরী, বি প্রভাবতী ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরু হয় গীতালি র সমবেত সংগীত"তুমি নির্মল কর....."গানটি দিয়ে। পরিচালনায় ছিলেন সৌমেন চক্রবর্তী।

এদিন লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নটি উদ্বোধন করেন অধ্যাপক ইন্দ্রনীল আচার্য। খড়্গপুর বইমেলা চলবে আগামী ১১ই জানুয়ারী ২০২৬ তাং পর্যন্ত। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অপূর্ব চট্টোপাধ্যায়।

Latest