Skip to content

রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি!

চন্দ্রকোনা রোড, অভিজিৎ সাহা : রেল রক্ষী বাহিনীর (RPF) দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া দামী মোবাইল ফোন ফিরে পেলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে ১৭ই জানুয়ারী শনিবার চন্দ্রকোনা রোড রেল স্টেশনকে কেন্দ্র করে। জানা গিয়েছে, শুভাশিস ব্যানার্জী নামে এক যাত্রী পুরুলিয়া এক্সপ্রেসে করে হাওড়া থেকে মেদিনীপুর যাচ্ছিলেন। তাড়াহুড়োর কারণে তিনি মেদিনীপুর স্টেশনে নামার সময় নিজের দামী মোবাইল ফোনটি ট্রেনের সিটেই ফেলে রেখে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে মেদিনীপুর স্টেশনে কর্তব্যরত রেল রক্ষী বাহিনীর আউট পোস্টে গোটা বিষয়টি জানান।ততক্ষণে পুরুলিয়া এক্সপ্রেস চন্দ্রকোনা রোড স্টেশনে পৌঁছে গিয়েছিল। খবর পেয়েই চন্দ্রকোনা রোড স্টেশনের রেল রক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং ট্রেন থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া দামী ফোনটি শুভাশিস ব্যানার্জীর হাতে তুলে দেওয়া হয়।নিজের প্রতিক্রিয়ায় শুভাশিস ব্যানার্জী বলেন,“রেল রক্ষী বাহিনীর তৎপরতার জন্যই আমি আমার দামী মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। আমার মতো বহু যাত্রী তাঁদের হারিয়ে যাওয়া জিনিস ফিরে পান রেল রক্ষী বাহিনীর এই নিষ্ঠা ও দ্রুততার জন্য।”তিনি চন্দ্রকোনা রোড আউট পোস্টের রেল রক্ষী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।রেল রক্ষী বাহিনীর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ফের একবার যাত্রীদের নিরাপত্তা ও আস্থার বার্তা দিল বলে মত স্থানীয়দের।

Latest