Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর!

1 min read

অরিন্দম চক্রবর্তী : ভারতবর্ষের মধ্যে অন্যতম ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। ১২ই নভেম্বর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হলো । স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিষেক যাদব বলেন "পড়াশুনোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলা ধুলোয় সাফল্যের জন্যই আমাদের এই উদ্যোগ। এখানে বাইরের ছাত্র-ছাত্রীরা ও প্রশিক্ষণ নিতে পারে।

৯ বছর থেকে ১৭ বছর বয়সীরা অর্থাৎ চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এখানে যোগ দিতে পারবে। ১৫ই নভেম্বর থেকে আপাতত সপ্তাহের শনিবার ও রবিবার এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। ১৩ই নভেম্বর এর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব এক্সিকিউটিভ মেম্বার রাজীব রায়। এছাড়া ছিলেন অর্ধেন্দু ঘোষ, স্বপন দে, সুদীপ সিকদার, প্রদীপ শ্যামল ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে আরো একদিন বাড়ানো হতে পারে "বলে শ্রী যাদব বলেন। ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারি শৈকত গাঙ্গুলী উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন-পড়াশুনোর সাথে সাথে খেলাধুলা কেউ সমান গুরুত্ব দিতে হবে।

জাতীয় প্রাক্তন ফুটবলার তথা ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক বিকাশ পাজি বলেন-'তোমরা যদি প্রচন্ড পরিশ্রম করো তাহলে খেলাধুলার ক্ষেত্রে যোগ্যতার শিখরে পৌঁছবে। তোমাদের হাত ধরে একদিন হয়তো ভারত বিশ্বকাপে ফুটবল খেলার যোগ্যতা অর্জন করবে'।

May be an image of one or more people and people playing soccer

ইস্টবেঙ্গল তথা ভারতের প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডি'কুনহা বলেন-'প্রপার গাইড, সাপোর্ট দিয়ে আমরা তোমাদের পাশে আছি। একদিন এই স্কুল থেকেই খেলোয়াড় নির্বাচিত হয়ে দেশে খেলবে এই আশা রাখি।

Latest